• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আবার সাহসী ভূমি

সব সময় প্রথা ভাঙতে দেখা যায় বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরকে। এবার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিতে চলেছেন তিনি। এই বলিউড নায়িকা আসতে চলেছেন এক সাহসী চরিত্রে। নিজের এই ছবিকে ঘিরে দারুণ রোমাঞ্চিত ভূমি। সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে করণ বুলানি পরিচালিত ছবি ‘থ্যাংক ইউ ফর কামিং’-এর ট্রেলার। প্রেম, বন্ধুত্ব, যৌনতাকে কেন্দ্র করে এই কমেডি

সব সময় প্রথা ভাঙতে দেখা যায় বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরকে। এবার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিতে চলেছেন তিনি। এই বলিউড নায়িকা আসতে চলেছেন এক সাহসী চরিত্রে। নিজের এই ছবিকে ঘিরে দারুণ রোমাঞ্চিত ভূমি।

সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে করণ বুলানি পরিচালিত ছবি ‘থ্যাংক ইউ ফর কামিং’-এর ট্রেলার। প্রেম, বন্ধুত্ব, যৌনতাকে কেন্দ্র করে এই কমেডি ড্রামাধর্মী ছবিটি নির্মাণ করা হয়েছে। ভূমিকে কেন্দ্র করে এই ছবির গল্প। ‘বিরে দি ওয়েডিং’ ছবির পর একতা কাপুরের সঙ্গে হাত মিলিয়ে রিয়া কাপুর ‘থ্যাংক ইউ ফর কামিং’ ছবিটি নিয়ে আসতে চলেছেন।

এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া কাপুর, একতা কাপুর, করণ বুলানি, ভূমি পেড়নেকর, শেহনাজ গিল, কুষা কপিলাসহ অনেকে।

নিজের এই প্রকল্প ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত ভূমি, ‘আমি এমন এক চরিত্রে অভিনয় করতে চলেছি, যাতে আমি আগে কখনো করিনি। তাই আশা করি দর্শকের পছন্দ হবে আমার এই নতুন রূপ।’ শোনা যায়, অভিনেত্রীদের মধ্যে বনিবনা খুব কম হয়। অথচ এই ছবির মূল চরিত্রে একঝাঁক অভিনেত্রী।

তবে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ ভূমি। তিনি বলেন, ‘আমরা সেটে সবাই মিলেমিশে কাজ করেছিলাম। সবাই মিলে খুব মজা করতাম। জমিয়ে আড্ডা দিতাম। আমাদের মধ্যে মেয়েলি প্রতিযোগিতা ছিল না।’ ভূমি আরও বলেন, ‘এই ছবিতে আমি কণিকা কাপুর নামে এক ৩০ বছর বয়সী নারীর চরিত্রে অভিনয় করছি। এখানে প্রেম, বন্ধুত্ব আর আনন্দকে এক অন্য দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে।’ ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শেহনাজ গিল।

তিনি বলেন, ‘এই ছবি আর জীবনকে জানতে হলে ওশোকে (আধ্যাত্মিক গুরু) পড়া শুরু করে দিন।আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’পরিচালক করণ বুলানি ‘থ্যাংক ইউ ফর কামিং’ ছবির প্রসঙ্গে বলেন, ‘এই ছবির শুটিংয়ের মাধ্যমে হিন্দি সিনেমার জগতের সেরা অভিনেত্রীদের নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। আর আমি এক পুরুষ হিসেবে এই ছবির মাধ্যমে নারীদের আরও বেশি করে অনুভব করতে শিখেছি।’

অনিল কাপুর–কন্যা তথা প্রযোজক রিয়া কাপুর বলেন, ‘এই ছবির কাহিনি আমার হৃদয়ে জন্ম হয়েছে। আজকের অনেক নারীর কাছ থেকে আমার এ গল্পটি অনুপ্রাণিত।’ এই ছবিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। ছবিটি ৬ অক্টোবর মুক্তি পাবে।