• facebook
  • twitter
Monday, 16 September, 2024

মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা

‘ব্রাহ্মণ’ কার্ডেই ভরসা গেরুয়া শিবিরের জয়পুর, ১২ ডিসেম্বর– মরুরাজ্যের নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে মঙ্গলবার বিকেল ৫টেয় বৈঠকে বসেন দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক— প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওডে় এবং রাজ্যসভা সাংসদ তথা ছত্তিশগড়ের নেত্রী সরোজ পাণ্ডে৷ রাজস্থানের নতুন ‘অচেনা মুখ’কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেই এই বৈঠক৷ তার আগে দুপুর

‘ব্রাহ্মণ’ কার্ডেই ভরসা গেরুয়া শিবিরের
জয়পুর, ১২ ডিসেম্বর– মরুরাজ্যের নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে মঙ্গলবার বিকেল ৫টেয় বৈঠকে বসেন দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক— প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওডে় এবং রাজ্যসভা সাংসদ তথা ছত্তিশগড়ের নেত্রী সরোজ পাণ্ডে৷ রাজস্থানের নতুন ‘অচেনা মুখ’কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেই এই বৈঠক৷ তার আগে দুপুর গড়াতেই সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে নেতা-কর্মীদের ভীড়৷ একে একে পৌঁছচ্ছেন রাজস্থানে বিজেপির সদ্যজয়ী বিধায়কেরা৷
ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায় বসুন্ধরাকে ছেঁটে ফেলার কথা ছড়িয়ে পড়তেই বসুন্ধরার অনুগামীরাই ভিড় জমিয়েছেন বিজেপি রাজ্য দফতরে৷ তবে তা যে মিথ্যে ছিল না তাই প্রমাণ করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষরা৷ বৈঠক শেষে বেরিয়ে এসে জানালেন এবার রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা৷
অবশ্য রাজস্থানেই নতুনে ভরসা রাখল না বিজেপি৷ এরআগে ঠিক একই ভাবে  ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, মধ্যপ্রদেশে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে সরিয়ে নতুন মুখকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হল৷ বিধানসভা নির্বাচনের সাতদিন পর বিজেপি ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে দুই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেও মরুরাজ্য নিয়ে জট কাটছিল না৷ শোনা যাচ্ছিল, ‘রাজমাতা’ বসুন্ধরা রাজে সিন্ধিয়া চাইছেন ফের মসনদে বসতে৷ কিন্ত্ত তাঁকে আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে রাজি নয় গেরুয়া শিবির৷ বিজেপি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল ভজনলাল শর্মাকে৷
ভজনলাল শর্মাকে বাছার পেছনে জাত-পাত নীতি কাজ করছে বলে ধারণা রাজনীতিক মহলের৷ ভজনলাল ব্রাহ্মণ নেতা৷ ব্রাহ্মণ সমাজের বিরাট অংশ তাঁকে সমর্থন করে৷ রাজস্থানের আবার এই ব্রাহ্মণ কার্ডই খেলতে চাইছে গেরুয়া শিবির৷
ভজন লাল শর্মা হলেন রাজস্থানের ভরতপুরের নেতা৷ সাঙ্গানের থেকে এবার বিধানসভা ভোটে বিপুল ব্যবধানে জিতেছেন৷ আরএসএসের ঘনিষ্ঠ এই নেতাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি রাজস্থানে কৌশলগত পদক্ষেপ করল বলেই মনে করা হচ্ছে৷
ভজনলাল রাজ্য রাজনীতিতেও যে খুব ওজনদার নেতা ছিলেন এমন নয়৷ বসুন্ধরা জমানায় তেমন কোনও গুরুত্বও তিনি পাননি৷ কিন্ত্ত গত পাঁচ বছরে রাজনীতিতে ক্রমশ উত্থান হতে থাকে তাঁর৷ সঙ্ঘ পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই হতে পারে তার অন্যতম কারণ৷
এই প্রথম বার রাজস্থানের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন ভজন লাল৷ সাঙ্গানের থেকে তাঁকে প্রার্থী করার পর কংগ্রেস বহিরাগত হলে প্রচারও করেছিল তাঁর বিরুদ্ধে৷ অথচ সেই ‘বহিরাগতই’ এখন গোটা দেশের সামনে রাজস্থানের অন্যতম মুখ হয়ে উঠলেন৷
উল্লেখ্য, রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে ১১৫টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি৷ মধ্যপ্রদেশ ও ছত্তিশগডে়ও জয় এসেছিল বিপুল ভোটে৷ কিন্ত্ত এই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রীর দায়িত্বে কারা থাকবেন তা বাছতে সময় নিচ্ছিল দলের হাই কমান্ড৷ তাই জল্পনা বাড়ছিল৷ এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘রাজমাতা’ বসুন্ধরা চাইছিলেন মসনদে প্রত্যাবর্তন করতে৷ তিনিই কেবল নয়, আলোচনায় উঠে আসছিল অন্য নামও৷ বিধায়ক বাবা বালকনাথ, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহন্ত বালকনাথ, দিয়া কুমারী এবং রাজ্যবর্ধন রাঠৌরের নাম আলোচনায় ছিল বলে দলের একটি সূত্রের খবর৷
প্রসঙ্গত, ২০০ আসনের রাজস্থান বিধানসভায় এ বার বিজেপি ১১৫টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৬৯টি৷ নির্দল এবং অন্য দলগুলির প্রার্থীরা জিতেছেন ১৫টি আসনে৷