• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন স্পুটনিক ভি-র অন্যতম শ্রষ্টা 

মস্কো, ৪ মার্চ — করোনা শত্রু যে সমস্ত টিকা বিশেষ কার্যকরী ভূমিকা দেখিয়েছিল তার মধ্যে প্রথম টিকা ছিল স্পুটনিক ভি । সেই টিকার তৈরিতে অন্যতম ভূমিকা গ্রহন করেছিলেন আন্দ্রে বটিকভক। সেই বিজ্ঞানীকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করল এক আততায়ী। এই রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাশিয়া। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গামেলিয়া ন্যাশনাল

মস্কো, ৪ মার্চ — করোনা শত্রু যে সমস্ত টিকা বিশেষ কার্যকরী ভূমিকা দেখিয়েছিল তার মধ্যে প্রথম টিকা ছিল স্পুটনিক ভি । সেই টিকার তৈরিতে অন্যতম ভূমিকা গ্রহন করেছিলেন আন্দ্রে বটিকভক। সেই বিজ্ঞানীকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করল এক আততায়ী। এই রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাশিয়া। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে সিনিয়র রিসার্চার ৪৭ বছরের বটিকভকে মস্কোয় তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ২৯ বছরের এক তরুণের সঙ্গে ঝগড়ার পর ৪৭ বছরের বটিকভেরশ্বাসরোধ করে তাঁকে খুন করে ওই তরুণ।  বিজ্ঞানীর খুনের পেছনে গার্হস্থ্য হিংসা রয়েছে বলেই মনে করছে পুলিশ।

স্পুটনিক ভি টিকা নির্মাণের পিছনে থাকা ১৮ জন রুশ বিজ্ঞানীর মধ্যে অন্যতম বটিকভকে ২০২১ সালে পুরস্কৃত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সেই বিজ্ঞানীর এমন অপমৃত্যুতে তাই শোকের ছায়া রাশিয়ায়।