ইউক্রেন যুদ্ধে শামিল হওয়ার ইঙ্গিত বেলারুশের 

মিন্স্ক, ১৪ অক্টোবর– এবার সত্যি বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে গেছে বহু শক্তিধর দেশ কিন্তু এবার প্রত্যক্ষ ভাবে জোরাল বেলারুশ। ইউক্রেন যুদ্ধে শামিল হতে চলেছে বেলারুশ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই। অন্যদিকে পরমাণু মহড়া শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী বলেও খবর।

গোড়া থেকেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দ্র লুকাশেঙ্কো স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে রয়েছেন। তাই ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশ যদি যুদ্ধে যোগ দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। এহেন পরিস্থিতিতে সদ্য এক রুশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বেলরুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই। ইঙ্গিতে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট বলেন, “যে কোনও আগ্রাসনের জবাব দিতে তৈরি বেলারুশের সেনা।”

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া । দোনবাস, ক্রাইমিয়া ও বেলারুশের জমি থেকে ইউক্রেনে হামলা চালায় পুতিন বাহিনী। ইতিমধ্যে, সীমান্তে বেলারুশের সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলী দাবি করেছে ন্যাটো জোট। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে বেলারুশ যোগ দিলে ইউরোপ জুড়ে যুদ্ধের ডঙ্কা বেজে উঠবে।

এদিকে, আশঙ্কা জাগিয়ে পরমাণু মহড়া শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী বলেও খবর। যদিও, প্রতিবছরই এমন মহড়া হয়, ইউক্রেনের যুদ্ধের আবহে এর গুরুত্ব অন্য মাত্র পেয়েছে। এই বিষয়ে ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, “এর আগেও পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। গোটা পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।”


উল্লেখ্য, প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরুর দিকে সফলতা পেলেও একের পর এর অভিযানে ধাক্কা খেয়েছে রুশ বাহিনী। প্রবল বিক্রমে পালটা আঘাত করছে ইউক্রেনীয় ফৌজ। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে ‘ট্যাকটিকাল নিউক’ বা পরমাণু বোমার কৌশলী প্রয়োগ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আশঙ্কা।