• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ নিয়ে মুখ খুললেন বারাক ওবামা

৫ নভেম্বর – ইজরায়েল-প্যালেস্টাইনের রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তেল আভিভে হামাসের হামলার কোনও ব্যাখ্যা হয় না বলেই মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে খোঁচা দিয়ে ওবামার মন্তব্য, “সকলের হাতেই রক্ত। কারও হাতই পরিষ্কার নয়।” এক মার্কিন পডকাস্টে    ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বারাক ওবামা। বলেন, “হামাস যা করেছে তা

৫ নভেম্বর – ইজরায়েল-প্যালেস্টাইনের রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তেল আভিভে হামাসের হামলার কোনও ব্যাখ্যা হয় না বলেই মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে খোঁচা দিয়ে ওবামার মন্তব্য, “সকলের হাতেই রক্ত। কারও হাতই পরিষ্কার নয়।” এক মার্কিন পডকাস্টে    ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বারাক ওবামা। বলেন, “হামাস যা করেছে তা মারাত্মক। এর পিছনে কোনও যুক্তি নেই। তবে প্যালেস্তিনীয়দের সঙ্গেও বর্তমানে যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। এখন যাদের মৃত্যু হচ্ছে তাঁদের সঙ্গে হামাসের কাজের কোনও যোগ নেই।” এই সমস্যা সমাধানের জন্য প্রকৃত সত্য সামনে আসা দরকার বলেও মতপ্রকাশ করেন ওবামা। একইসঙ্গে তিনি বলেন, “সমস্যা সমাধানের আগে এও মানতে হবে যে কারও হাতই পরিষ্কার নয়।” পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আমেরিকাকে গঠনমূলক পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস গোষ্ঠী। মৃত্যু হয় ১৪০০ মানুষের। এর পর থেকেই হামাস জঙ্গিদের খতম করতে গাজায় পালটা হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তার পর থেকে গত ৫ সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার।