• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গ্রাহকদের সমস্যা সত্ত্বেও দেশজুড়ে ধর্মঘটে ব্যাঙ্কিং কর্মী সংগঠন, পরিষেবা মিলবে না শনিবার

দিল্লি, ১৮ নভেম্বর– ১৯ নভেম্বর অর্থাৎ মাসের তৃতীয় শনিবার ধর্মঘটে শামিল হতে চলেছে বেসরকারি ব্যাংকগুলি।নিজেদের দাবি পূরণের জন্য দেশজুড়ে ধর্মঘটে নামতে চলেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। যার জেরে মাসের তৃতীয় শনিবার ব্যাংক পরিষেবা পুরোদমে পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হবেন গ্রাহকরা। বড়সড় ধাক্কা খাবে ওইদিনের কাজকর্ম।  এএইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালামের বক্তব্য, অনেক ক্ষেত্রে

দিল্লি, ১৮ নভেম্বর– ১৯ নভেম্বর অর্থাৎ মাসের তৃতীয় শনিবার ধর্মঘটে শামিল হতে চলেছে বেসরকারি ব্যাংকগুলি।নিজেদের দাবি পূরণের জন্য দেশজুড়ে ধর্মঘটে নামতে চলেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। যার জেরে মাসের তৃতীয় শনিবার ব্যাংক পরিষেবা পুরোদমে পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হবেন গ্রাহকরা। বড়সড় ধাক্কা খাবে ওইদিনের কাজকর্ম। 

এএইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালামের বক্তব্য, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলির মধ্যে সমন্বয় বজায় না রেখে সর্বসম্মতিক্রমে গৃহীত নীতি, সিদ্ধান্ত লঙ্ঘন করা হচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠকে যা যা ঠিক করা হয়েছিল, তা মানা হচ্ছে না। যার জেরে কর্মীরা চাকরিক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা কাম্য নয়। এসবের প্রতিবাদে এবং নিজেদের সুরক্ষার দাবিতে ১৯ নভেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। এও বলেন, ”প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘট ছাড়া নিজেদের দাবি আদায়ের আর কোনও পথ খোলা নেই  এএইবিইএ-র  কাছে। তাই গ্রাহকদের সমস্যা সত্ত্বেও এই পথে হাঁটতে হচ্ছে।”

ইতিমধ্যেই ব্যাংক অফ বরোদা-সহ একাধিক ব্যাংকের তরফে নোটিস দিয়ে গ্রাহকদের জানানো হয়েছে, মাসের তৃতীয় শনিবার হলেও ১৯ তারিখ ব্যাংকের কাজ হবে না। যদিও সাধারণ কর্মচারী ও অফিসাররা এর আওতায় পড়েন না, কিন্তু তাঁরাও ধর্মঘটে শামিল হওয়ায় গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হবে না। তবে ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। অর্থাৎ এটিএম এবং ই-ব্যাংকিংয়ের কাজ চলবে যথারীতি।

রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। সপ্তাহের অন্যান্য দিনের মতো ৫ থেকে ৬ ঘণ্টা পাওয়া যায় পরিষেবা। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পুরোপুরি বন্ধ ব্যাংক। কিন্তু ১৯ নভেম্বর মাসের তৃতীয় শনিবার হওয়া সত্ত্বেও ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়ায় গ্রাহকরা কোনও পরিষেবাই পাবেন না।