• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলাদেশের ‘হাওয়া’এবার এপার বাংলায় 

আফসোসের অবসান। এবার এপার বাংলায় মুক্তি পেতে চলেছে বাংলাদেশের ‘হাওয়া’ । বাংলাদেশে চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখার জন্য নন্দন চত্বরে তুমুল ভিড়, লম্বা লাইন। অনেকে তো আপসোস করছিলেন, এই ছবি কেন সিনেমাহলে মুক্তি পাচ্ছে না। অবশেষে সেই আপসোস শেষ। নতুন খবর অনুযায়ী, চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি এবার মুক্তি পেতে চলেছে এপার বাংলায়। খবর অনুযায়ী,

আফসোসের অবসান। এবার এপার বাংলায় মুক্তি পেতে চলেছে বাংলাদেশের ‘হাওয়া’ । বাংলাদেশে চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখার জন্য নন্দন চত্বরে তুমুল ভিড়, লম্বা লাইন। অনেকে তো আপসোস করছিলেন, এই ছবি কেন সিনেমাহলে মুক্তি পাচ্ছে না। অবশেষে সেই আপসোস শেষ। নতুন খবর অনুযায়ী, চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি এবার মুক্তি পেতে চলেছে এপার বাংলায়। খবর অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে পারে এই ছবি। ছবিটির পরিবেশক রিলায়েন্স।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এমনিতেই এই সময়টা গোটা শহর জুড়ে সিনেপ্রেমীরা এমনিতেই ছবির আলোচনায় ডুবে থাকেন। তাই এই সময়ে যে ‘হাওয়া’ সিনেমা হলে মুক্তি পেলে দর্শকদের ভিড় উপচে পড়বে তা কিছুটা আঁচ করতে পেরেছিলেন প্রযোজক সংস্থা। সিনেমহলের একাংশের মত, এই কারণেই এই সময়টা বেছে নেওয়া হয়েছে।