ঢাকা,১২ অক্টোবর — বিরোধীদের মুখে প্রায় তালা লেগে যাবার অবস্থা বাংলাদেশে। দেশে গুম খুন, রাজনৈতিক সন্ত্রাস সহ মানবাধিকার হরণের নানা অভিযোগ নিয়ে প্রায়ই হাসিনা সরকারকে তুলোধোবনা করা বিরোধী দলগুলি প্রায় কোনঠাসা বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ পাওয়ায়। সে দেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার হরণকেই সরকারের বিরুদ্ধে প্রধান ইস্যু করেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার রক্ষার বড় দায়িত্ব পেল বাংলাদেশ, মানবাধিকার রক্ষার স্বীকৃতি বলেই দেশের মানুষের কাছে তুলে ধরছে হাসিনা সরকার।
গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৩-২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য পদের নির্বাচনে ১৮৯টির মধ্যে ১৬০ ভোট পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।