ভোপাল, ২৯ নভেম্বর– পাঁচ রাজ্যে ভোট শেষ হয়েছে৷ গত ১৭ নভেম্বর ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনের গণনা হবে ৩ ডিসেম্বর৷ কিন্তু তার আগেই খুলে ফেলা হল পোস্টাল ব্যালট৷ অবশ্য সেই অপরাধে তাকে সেই আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হল৷
মধ্যপ্রদেশের বালাঘাটের এই ঘটনায় অবশ্য অভিযোগের তির বিজেপির দিকে৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই কারচুপির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ বালাঘাট জেলার ওই ঘটনায় মঙ্গলবার তডি়ঘডি় সংশ্লিষ্ট পোস্টাল নোডাল অফিসারকে সাসপেন্ড করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুপম রাজন৷ জানা গিয়েছে, বালাঘাটের জেলা নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে গণনার আগেই পোস্টাল ব্যালট খুলে ফেলার অভিযোগ করেছিল কংগ্রেস৷ প্রাথমিক তদন্তের পর তহশিলদার হিসাবে কর্মরত হিম্মত সিং নামে ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়৷ যদিও মুখ্য নির্বাচন আধিকারিক রাজন জানান, ‘বালাঘাটে কোনও পোস্টাল ব্যালট ভোট গণনা হয়নি৷ পোস্টাল ব্যালটগুলি বিধানসভা কেন্দ্র অনুসারে বাছাই করা হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে করা হয়েছিল৷ যদিও সময়ের আগে ব্যালট বাক্স খোলার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ঘটেছে৷ নির্ধারিত তারিখের আগেই খুলে দেওয়া হয়৷ যার পরিপ্রেক্ষিতে একজন পোস্টাল নোডাল অফিসার এবং তহশিলদারকে সাসপেন্ড করা হয়েছে৷’
যদিও মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে থাকা জেপি ধানোপিয়ার দাবি, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে জেলা নির্বাচন আধিকারিক গিরিশকুমার মিশ্রর৷ তাঁদের প্রার্থী ও সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে ভিডিও করার পরেই বিষয়টি সামনে আসে৷ দলের রাজ্য সভাপতি কমল নাথ এমন ঘটনার আশঙ্কা করেছিলেন৷ অভিযোগ দায়ের করলে কংগ্রেস নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়৷
রাজন এদিন জানান, ৩ ডিসেম্বর প্রতিটি জেলা সদর দপ্তরে ভোট গণনা হবে৷ সে জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে৷ গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকবে৷ নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না৷