• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সব রেকর্ড ভেঙে পাঠানের লক্ষ এখন বাহুবলি 

মুম্বাই ,১১ ফেব্রুয়ারি — ইতিহাস গড়ার পথে পাঠান। উচ্ছসিত ভক্তরা। সব রেকর্ড ভেঙে নিজের গতিতে এগিয়ে চলেছে শাহরুখ খানের  বিজয়রথ। পাঠানকে ঘিরে  উন্মাদনা কিছুতেই যেন দমবার নয়। ইতিমধ্যে দেশে আয়ের নিরিখে ‘দঙ্গল’, ‘কেজিএফ ২’-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহরুখের এই ছবিটি। ঝুলিতে পুড়েছে ৪৬২.৩০ কোটি টাকা। সামনে শুধুমাত্র রয়েছে ‘বাহুবলি ২’। আশা করা হচ্ছে, চলতি

মুম্বাই ,১১ ফেব্রুয়ারি — ইতিহাস গড়ার পথে পাঠান। উচ্ছসিত ভক্তরা। সব রেকর্ড ভেঙে নিজের গতিতে এগিয়ে চলেছে শাহরুখ খানের  বিজয়রথ। পাঠানকে ঘিরে  উন্মাদনা কিছুতেই যেন দমবার নয়।
ইতিমধ্যে দেশে আয়ের নিরিখে ‘দঙ্গল’, ‘কেজিএফ ২’-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহরুখের এই ছবিটি। ঝুলিতে পুড়েছে ৪৬২.৩০ কোটি টাকা। সামনে শুধুমাত্র রয়েছে ‘বাহুবলি ২’। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই প্রভাসের সিনেমাকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসবে যশ রাজ ফিল্মসের ছবিটি। এটা যে একটা নতুন রেকর্ড হতে চলেছে, তা বলাই বাহুল্য। বাহুবলি আর কাটাপ্পার  অ্যাকশন ছাপিয়ে শাহরুখ -জন আব্রাহাম – দীপিকার পাঠান সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।