কলকাতা,২৮ মার্চ — শিয়ালদহের রেলের বি আর সিং হাসপাতালে অগ্নিকাণ্ড।আগুন নেভাতে আনা হয় দমকলের ৩টি ইঞ্জিন। আচমকাই জরুরি বিভাগের পাশের ঘর থেকে ধোঁয়া বেরোতে থাকে।সেই ধোয়া চোখে পরে হাসপাতালের আসা লোকেদের । সাথে সাথে খবর দেওয়া হয় দমকলে।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। প্রথমে দমকলকর্মীরা বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর দরজা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।হাসপাতালের একটি অংশে আগুন লাগায় , রোগীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থকেই আগুন লেগেছে। এই ঘটনার জেরে হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের খবর এখনো পর্যন্ত সবাই সুরক্ষিত আছে।