• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইডির দফতরে হাজিরা দিলেন অয়ন শীলের বৃদ্ধ বাবা-মা

কলকাতা , ১৯ এপ্রিল – বুধবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠানো হয় ইডি-র হাতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বৃদ্ধ বাবা-মাকে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা হন দম্পতি। ইডি সূত্রের খবর, অবৈধ আর্থিক লেনদেনের ক্ষেত্রে মা-বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন অয়ন। অয়নের বাবা সদানন্দ শীলের ২ টি এবং মা অমিতা

কলকাতা , ১৯ এপ্রিল – বুধবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠানো হয় ইডি-র হাতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বৃদ্ধ বাবা-মাকে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা হন দম্পতি। ইডি সূত্রের খবর, অবৈধ আর্থিক লেনদেনের ক্ষেত্রে মা-বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন অয়ন। অয়নের বাবা সদানন্দ শীলের ২ টি এবং মা অমিতা শীলের ১টি  অ্যাকাউন্ট অয়ন ব্যবহার করতেন বলে জানা ইডি সূত্রে খবর ।

নিয়োগ দুর্নীতিতে অয়ন ওএমআর শীটে কারচুপি করতেন বলে আদালতে জানায় ইডি। যোগ্য প্রার্থীদের ওএমআর শিটে ঠিক উত্তরের পাশে ভুল উত্তর চিহ্নিত করে তাঁদের নম্বর কমিয়ে দেওয়া হত। সেই জায়গায় টাকার বিনিময়ে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের। আবার যে সব চাকরিপ্রার্থী টাকা দিয়েছেন, তাঁদের ফাঁকা ওএমআর শিট ঠিক উত্তরে ভরে দেওয়া হত।  অয়নের হিসাব-বহির্ভূত বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। শুধু শিক্ষক নিয়োগেই নয়, অয়ন বিভিন্ন পুরসভার নিয়োগ পরীক্ষায় ওএমআর শীটে করার সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি ইডির ।