• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দুর্গাপুজো উপলক্ষে সচেতনতার প্রচার তিলোত্তমায় 

পায়েল সেনশর্মা ২৫ সেপ্টেম্বর — মহালয়া থেকে সূচনা দেবীপক্ষের।ঐতিহ্যের শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলার যেন বিঘ্নিত না হয় এবং সকলে যাতে সুষ্ঠভাবে পুজো উদযাপন করতে পারেন তা নিয়ে নানা কর্মসূচী হয়ে থাকে প্রতিবছর। এবার মানুষের মধ্যে সচেতনতা প্রসারে উদ্যোগ নিল আইটিসি সানরাইজ স্পাইস। রবিবার দুর্গাপুজো উদযাপনের সূচনায় তারা শহরব্যাপী অল-উনমেন্স বাইক রালি আয়োজন করেছিল। মূল লক্ষ হল

পায়েল সেনশর্মা
২৫ সেপ্টেম্বর — মহালয়া থেকে সূচনা দেবীপক্ষের।ঐতিহ্যের শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলার যেন বিঘ্নিত না হয় এবং সকলে যাতে সুষ্ঠভাবে পুজো উদযাপন করতে পারেন তা নিয়ে নানা কর্মসূচী হয়ে থাকে প্রতিবছর। এবার মানুষের মধ্যে সচেতনতা প্রসারে উদ্যোগ নিল আইটিসি সানরাইজ স্পাইস। রবিবার দুর্গাপুজো উদযাপনের সূচনায় তারা শহরব্যাপী অল-উনমেন্স বাইক রালি আয়োজন করেছিল। মূল লক্ষ হল দুর্গোতিনাশিনী চেতনার প্রচার। যার মাধ্যমে মহিলাদের আত্মরক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। ৬৬ পল্লী দুর্গাপুজো প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে ৫ জন মহিলা বাইক আরোহী টানা ৫ দিন ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুড়ে বেড়াবেন। গায়িকা লোপামুদ্রা মিত্রের গাওয়া একটি মিউজিক ভিডিও লঞ্চের মাধ্যমে দুর্গোতিনাশিনীর ধারণাটি জীবন্ত হয়। এতে অভিনয় করেছেন অভিনেত্রী মমতাজ সরকার। ভিডিওটিতে আত্মরক্ষার নানা উপায়ের অনন্য ফিউশন দেখানো হয়েছে। এটি কোরিওগ্রাফ করেছেন গৌরব বিশ্বাস।