পুরস্কারপ্রাপ্ত চলচিত্র পরিচালক রাজাদিত্য ব্যানার্জি কলকাতার ভিস্তিওয়ালাদের ওপর তথ্যচিত্র বানালেন, ওয়াটারওয়ালা
SNS
কলকাতা ,১ লা সেপ্টেম্বর — পরিচালক রাজাদিত্য ব্যানার্জি ২০১৭ সালে নির্মাণ করেন কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের ওপর প্রথম তথ্যচিত্র ওয়াটারওয়ালা। এর আগেই ২০১৭ সালে বহু মানুষ দেশে বিদেশে এই ফিল্ম দেখেছেন। এবারে দেশে ও আন্তর্জাতিক ফেস্টিভ্যালে এই তথ্যচিরটি দেখা যাবে। ভারত ফিনল্যাণ্ড যৌথ প্রযোজনায় তৈরী এই ফিল্মটি চিত্রগ্রহণ করেছেন সুমন শিট ,গিরিধারী গড়াই ,সুদীপ বড়াল। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সুমন্ত সরকার।লোকেশন ও সাউন্ড রেকর্ড করেছেন হিমাদ্রি এডঃ ও সন্দীপ রায় কর্মকার। অলিগলি পেরিয়ে ম্যাজিকের ডাকে বাবা দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথম গিয়েছিলাম ফ্রিস্কুল ও রয়েডস্ট্রিট। এই অলিগলির ভুলভুলাইয়া পেরোতে গিয়েই আলাপ ভিস্তি দাদাদের সঙ্গে ইন্টারনেট আসার আগে ারা কর্পোশনে চাকরি করতেন এবং বাড়িতে বাড়িতে মশক নিয়ে জল দিতেন ,কিন্তু এখন তারা লুপ্ত প্রায়। তাই এদের পুনরায়। ফিরিয়ে আনার কাজ শুরু করি। ভিস্তিকাকু ইসলাম কে বোঝাতে অনেক সময় লেগেছে। তারপর উনি বুঝলেন যে আমরা ওনার জীবনের কাহিনী পর্দায় তুলে ধরতে চাই। এবার প্রশ্ন হলো কলকাতা কি ভিস্তিওয়ালাদের পুনরায় ফিরিয়ে দেবে? এই নিয়েই আমাদের গল্প ভিস্তিওয়ালা।