মলদোভা, ১৮ নভেম্বর – এক দেশের প্রেসিডেন্টের পোষ্য কুকুর কামড়ে দিল অন্য দেশের প্রেসিডেন্টের হাতে। সম্প্রতি মলদোভা সফরে যান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন থ্যার ব্যালেন। বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর-এর বাসভবনে যান তিনি। বাসভবনে তাঁরা যখন হাঁটছিলেন, সেই সময় ব্যালেনের হাতে কামড়ে দেয় কুকুরটি। এরপরই চিকিৎসার জন্য তিনি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে যান। আপাতত তাঁকে হাতে ব্যাণ্ডেজ বেঁধে ঘুরতে দেখা যাচ্ছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন। পোস্টে তিনি কুকুরটির জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমাকে যাঁরা চেনেন তাঁরা সকলেই জানেন, আমি কুকুর কত ভালোবাসি। তবে আমি তার বিষয়টি বুঝতে পারি।’
মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর সঙ্গে তাঁর বৈঠক নিয়েও প্রশংসা করেন ব্যালেন। এদিকে এই ঘটনায় ক্ষমা চেয়ে নেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেন, আশেপাশে অপরিচিত অনেককে দেখে সে ঘাবড়ে যায়। আর তার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে যায়।
তবে প্রশ্ন উঠেছে নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে কিভাবে কুকুরটি অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দিল তা নিয়ে।