অ্যারিজোনা,৭ আগস্ট – স্ত্রীয়ের বিরুদ্ধে কফিতে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর। আমেরিকার নৌবাহিনীর এক কর্মীর এই অভিযোগের ভিত্তিতে অ্যারিজোনার ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। নৌবাহিনীর কর্মীর অভিযোগ, মাস পাঁচেক ধরে তাঁর কফির স্বাদে বদল তাঁর মনে সন্দেহের উদ্রেক করে। তাতেই তাঁর সন্দেহ হয়, তাঁর কফিতে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করছেন স্ত্রী। প্রমাণ জোগাড় করতে নিজের বাড়িতে বেশ কয়েকটি সিসি ক্যামেরাও বসান ওই কর্মী। তাঁর অভিযোগ, প্রতিদিন তাঁর কফিতে বিষ মিশিয়ে তাঁকে ধীরে ধীরে প্রাণে মারার চেষ্টা করছেন স্ত্রী।
রোবির দাবি, স্ত্রীর ‘কুকর্ম’ হাতেনাতে ধরার জন্য গোপনে ঘরের চারদিকে তিনি অনেকগুলি সিসি ক্যামেরা লাগিয়েছিলেন। তাতে ধরা পড়ে, একটি পাত্রে ব্লিচ ভরছেন স্ত্রী। এর পর সেই পাত্রটি নিয়ে কফি মেশিনের দিকে যাচ্ছেন। স্ত্রীর তৈরি কফি পরীক্ষাও করেছেন। তাতে উচ্চমাত্রায় ক্লোরিন মিলেছে বলেও দাবি রোবির। এ সমস্ত ‘প্রমাণ’ পুলিশের কাছে জমা দিয়েছেন রোবি। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর বিমার টাকা হাতাতেই খুনের চেষ্টা করেছেন স্ত্রী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত মহিলা। শুনানির সময় তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি ফিলিপিন্সে একটি বাড়ি কিনেছেন তিনি। দু’পক্ষের সওয়াল শোনার পর অভিযুক্ত মহিলাকে পিমা কাউন্টে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, তাঁকে ২৫০,০০০ ডলার যা ভারতীয় মুদ্রায় ২ কোটিরও বেশি টাকা, বন্ড জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।