কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা,অভিষেকের কনভয়ে হামলা,ঘটনায় আটক ৪
২৭ মে — কুরমি বিক্ষোভে অভিষেকের কনভয়ে হামলা ও বীর বাহা হাঁসদা র গাড়ির চুরমার করার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা ওই ঘটনাকে ‘গুন্ডামি’ বলেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, জনজাতিদের স্বীকৃতির দাবিতেই যদি আন্দোলন হবে তাহলে বীরবাহার মতো জনজাতি নেত্রীর গাড়িতে