গুজরাতে ১৫০ জায়গায় ‘কালো টাকা’ উদ্ধার অভিযানে এটিএস-জিএসটি

ভাদোদরা, ১২ নভেম্বর– গুজরাত বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কালো টাকার দাপট। আটদিন আগে রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ইতিমধ্যে ৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আয়কর আধিকারিকেরা। ওই টাকার উৎস নিয়ে সন্দেহ আছে।

বেআইনি টাকার লেনদেনের পিছনে ভোটের অঙ্ক কাজ করছে ধরে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো আজ সকাল থেকে প্রধানমন্ত্রীর রাজ্যে দেড়শো জায়গায় হানা দিয়েছে গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখা  এবং জিএসটি আধিকারিকদের দল।

সরকারি সূ্ত্রের খবর, ভোটের মুখে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি তৎপর হয়ে ওঠে, অতীতে একাধিকবার তা নজরে এসেছে। সেই কারণে এটিএসকেও নামানো হয়েছে।