ভয়াবাহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল, ঝলসে মৃত ১১, আটকে বহু

ইসলামাবাদ, ২৫ নভেম্বর– ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পাকিস্তানের শপিং মল৷ শনিবার করাচির বহুতল মলটিতে আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জনের মৃতু্য হয়েছে৷ এখনও বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে৷ মারা গিয়েছেন ১১ জন৷ কিন্ত্ত এখনও মলের ভিতরে রয়ে গিয়েছেন বহু মানুষ৷ যত তাড়াতাডি় সম্ভব তাঁদের বের করে আনার চেষ্টা চলছে৷
উদ্ধার হওয়া ব্যক্তিদের অন্যতম রউফ হামিদ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আগুন লাগতেই দ্রুত আমরা দৌডে় নিরাপদ একটি রুমে চলে গিয়েছিলেন৷ এমন পুরু ধোঁয়া বেরচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী করব৷ বেশ কিছুক্ষণ ওইখানেই ভয়ে সিঁটিয়ে থাকি৷ একসময় ভাবলাম আর বাঁচার আশা নেই৷ কিন্তু পরে দমকল কর্মীরা আমাদের উদ্ধার করতে এগিয়ে আসে৷’
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব এক্স হ্যান্ডলে এই অগ্নিকাণ্ডে মৃতু্যর বিষয়টি স্বীকার করেছেন৷ ঠিক কী কারণে আগুন লাগল এখনও জানা যায়নি৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের চিকিৎসা চলছে বলে জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে৷