• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুসলমানরাই টার্গেট, কাবুল বিস্ফোরণে নিহত শিয়া সম্প্রদায়ের ৭

কাবুল, ৮ নভেম্বর– কাবুলে লাগাতার মুসলিমদেরই টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠল জঙ্গীদের বিরুদ্ধে৷ কাবুলের একটি বাসে ঘটা ভয়াবহ বিস্ফোরণে ৭ শিয়া সম্প্রদায়ের মৃতু্যর পরই এমন অভিযোগ তোলা হচ্ছে৷ এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট৷  সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাবুলেরজ দাস্ত-ই-বারছি এলাকায়৷ সেখানেই একটি বাসে বিস্ফোরণ ঘটে৷ এই ঘটনার বিষয়ে কাবুল

কাবুল, ৮ নভেম্বর– কাবুলে লাগাতার মুসলিমদেরই টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠল জঙ্গীদের বিরুদ্ধে৷ কাবুলের একটি বাসে ঘটা ভয়াবহ বিস্ফোরণে ৭ শিয়া সম্প্রদায়ের মৃতু্যর পরই এমন অভিযোগ তোলা হচ্ছে৷
এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট৷  সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাবুলেরজ দাস্ত-ই-বারছি এলাকায়৷ সেখানেই একটি বাসে বিস্ফোরণ ঘটে৷ এই ঘটনার বিষয়ে কাবুল পুলিশের মুখোপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, “কাবুলের দাস্ত-ই-বারছি অঞ্চলের একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণ ঘটেছে৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭জন৷ আহত হয়েছেন ২০ জন৷”
জানা গিয়েছে, এই ঘটনার পরই নিরাপত্তা কর্মীরা ওই এলাকায় পৌঁছন৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ নিহতরা সকলেই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের৷ আফগানিস্তানে বরাবরই শিয়া-হাজারা মুসলিমদের নিশানা করে এসেছে তালিবান, আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো সুন্নি জঙ্গি সংগঠনগুলো৷
উল্লেখ্য, গত মাসেই জুম্মার নমাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের একটি মসজিদ৷ ঘটনার সময় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন৷ এর আগেও গত বছর কাবুলের একটি মসজিদের পাশাপাশি মাজার-ই-শরিফের তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা৷ সবমিলিয়ে  অন্তত ১৬ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছিল৷ আহত হয়েছিলেন বহু মানুষ৷ মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত ছিলেন৷ এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা৷ এবার মঙ্গলবারের ঘটনাতেও জেহাহিদের নিশানায় শিয়ারাই৷