আগুনে ঝলসে মৃতু্য ৭ জনের, নিখোঁজ ৫
মুম্বই, ৪ নভেম্বর– মহারাষ্ট্রে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৭ জনের৷ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এক ফার্মা ফ্যাক্টরি৷ কারখানার মধ্যেই আগুনে পুডে় মৃতু্য ৭ ব্যক্তি৷ এখনও নিখোঁজ ৫ জন৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গডে় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের রায়গডে় ব্লু জেট হেলথকেয়ার নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়৷ মুহূর্তে ব্যাপক আকারে ছডি়য়ে পডে় আগুন৷ খবর দেওয়া হয় দমকল সহ পুলিশে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমলের বেশ কয়েকটি ইঞ্জিন৷ পরে আগুন আরও বাড়তে থাকায় শনিবার সকালে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷
পুলিশের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে৷ সেক্ষেত্রে কারখানার ভিতরে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ কারখানার বিভিন্ন রাসায়নিক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হতে থাকে৷
পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের সময় কারখানার মধ্যেই ছিলেন বেশ কয়েকজন কর্মী৷ আগুনে ঝলসে প্রাণ গিয়েছে তাঁদের৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷ নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন শ্রমিক৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷ শনিবার সকালেও জারি ছিল উদ্ধারকাজ৷ এই অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংস্থাটির তরফে জানা গিয়েছে৷