• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

হরিদ্বারে ইটভাটার দেওয়াল ধসে মৃত ৬ শ্রমিক

হরিদ্বার, ২৬ ডিসেম্বর– মঙ্গলবার সকালে হরিদ্বারের ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃতু্য হল ৬ জন শ্রমিকের৷ ভাটার দেওয়াল ধসে মৃতু্য হল ৬ জন শ্রমিকের৷ বেশ কিছু গবাদি পশুরও মৃতু্য হয়েছে৷ ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে৷ এর মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও

dead body

হরিদ্বার, ২৬ ডিসেম্বর– মঙ্গলবার সকালে হরিদ্বারের ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃতু্য হল ৬ জন শ্রমিকের৷ ভাটার দেওয়াল ধসে মৃতু্য হল ৬ জন শ্রমিকের৷ বেশ কিছু গবাদি পশুরও মৃতু্য হয়েছে৷ ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে৷ এর মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদ্বারের মঙ্গলোর কোতোয়ালি এলাকার লাহাবলি গ্রামে রয়েছে ওই ইটভাটা৷ মঙ্গলবার সকালে কাজ চলাকালীন আচমকা বিরাট দেওয়াল ধসে পডে়৷ এর পরেই জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে ৬ শ্রমিকের দেহ উদ্ধার হয়৷ মৃত গবাদি পশুও উদ্ধার হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে আরও শ্রমিক কাজ করছিলেন৷ সেই কারণেই উদ্ধারকাজ অব্যাহত রেখেছে প্রশাসন৷ মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ গোটা ঘটনার তদারকি করছেন হরিদ্বারের জেলাশাসক ধীরাজ সিং গারবিয়াল এবং হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোভাল৷ প্রশাসন জানিয়েছে দুর্ঘটনায় মৃতু্য হয়েছে সুভাষ (২৬), মহবুব (২০), ধর্মপাল (৪০), কালুরাম (৪০), বিসম্বর এবং আরও একজন৷