• facebook
  • twitter
Friday, 20 September, 2024

ইউরোপের মাটিতে ব্যর্থ ইহুদি হত্যার ছক গ্রেফতার ৬

বার্লিন, ১৫ ডিসেম্বর– গাজা-ইজরায়েলের সীমানা ছাডি়য়ে, হামাসের সন্ত্রাস ছডি়য়ে পড়ছে ইউরোপেও৷ বৃহস্পতিবার জার্মানির ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে, ইউরোপের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল হামাস৷ জার্মান ও ডাচ কর্তৃপক্ষ এর সঙ্গে জডি়ত সন্দেহে চার হামাসের সদস্যকে গ্রেফতার করেছে৷ এর মধ্যে জার্মানিতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে৷ আর অপর একজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডসে৷ এছাড়া ডেনমার্ক থেকেও আরও দুজন

বার্লিন, ১৫ ডিসেম্বর– গাজা-ইজরায়েলের সীমানা ছাডি়য়ে, হামাসের সন্ত্রাস ছডি়য়ে পড়ছে ইউরোপেও৷ বৃহস্পতিবার জার্মানির ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে, ইউরোপের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল হামাস৷ জার্মান ও ডাচ কর্তৃপক্ষ এর সঙ্গে জডি়ত সন্দেহে চার হামাসের সদস্যকে গ্রেফতার করেছে৷ এর মধ্যে জার্মানিতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে৷ আর অপর একজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডসে৷ এছাড়া ডেনমার্ক থেকেও আরও দুজন হামাস সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে৷
জার্মানিতে গ্রেফতার তিনজনের মধ্যে দুজন লেবাননে জন্মগ্রহণকারী৷ আর অপরজন মিশরীয় নাগরিক৷ আর রটারডামে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি ডাচ বংশোদ্ভূত৷ তারা প্রত্যেকেই হামাস গোষ্ঠীর সামরিক শাখার নেতৃত্বের ঘনিষ্ঠ এবং সংগঠনের দীর্ঘদিনের সদস্য৷ পুলিশের দাবি, ইউরোপ জুডে় ইহুদি প্রতিষ্ঠানগুলিতে হামলার বিস্তৃত পরিকল্পনা করছিল তারা৷দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, জার্মানির কাছে ইহুদি সম্প্রদায় এক অত্যন্ত স্পর্কাতর বিষয়৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার জানিয়েছেন, ইহুদি সম্প্রদায় এবং তাঁদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জার্মানি৷
ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর থেকে, গাজ ভূখণ্ডে আকাশপথে এবং স্থলপথে ফের অভিযান চালাচ্ছে ইজরায়েল৷ গাজার প্যালিস্তিনীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলি হমলায় ১৮,০০০-এরও বেশি অসামরিক প্যালেস্তিনীয় নাগরিকের মৃতু্য হয়েছে৷ এদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু৷ আর এই সন্ত্রাস দমনের নামে এই হত্যালীলাকে চোখ বন্ধ করে সবুজ সঙ্কেত দিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি৷ পশ্চিমী দেশগুলিকে এর ফল ভোগ করতে হবে বলে, আগেই হুমকি দিয়েছিল হামাস৷ ইউরোপের মাটিতে চার হামাস সদস্য গ্রেফতার হওয়ার পর, প্রশ্ন উঠছে, তবে কি এবার কৌশল বদলে ইজরায়েল-হামাস যুদ্ধকে বৌগলিক সীমানার বাইরে এনে ফেলতে চাইছে তারা?