• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজস্থানের দৌসায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস পড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু

দৈাসা, ৬ নভেম্বর – রাজস্থানের দৌসায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস পড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন প্রায় ২৪ জন যাত্রী৷ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসনিক আধিকারিকেরা৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও৷ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ রাজস্থানের দৌসা কালেক্টরেট সারকেলের কাছে রবিবার গভীর রাতে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু

দৈাসা, ৬ নভেম্বর – রাজস্থানের দৌসায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস পড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন প্রায় ২৪ জন যাত্রী৷ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসনিক আধিকারিকেরা৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও৷ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
রাজস্থানের দৌসা কালেক্টরেট সারকেলের কাছে রবিবার গভীর রাতে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পডে় যায়৷ সেতুর নীচেই রয়েছে রেললাইন৷ বাসটি সেখানে গিয়ে পডে়৷ বাসে সেই সময় ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সাহায্যে ২৮ জনকে হাসপাতালে নয়িে যাওয়া হয়৷ এঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়৷ বাকিদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক৷ ওই আধিকারিক আরও জানান যে, মহকুমাশাসক নিজে ঘটনাস্থলে গিয়েছেন৷
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ রাজস্থানের দৌসার মহকুমাশাসক রাজকুমার কাসওয়া জানিয়েছেন, ঘটনার পর প্রশাসনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-দৌসা ২১ নম্বর জাতীয় সড়কে৷ জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বজরং শেখাওয়াত বলেন, বাসটি রবিবার রাত ২ টো ১৫ মিনিট নাগাদ রেললাইনে পড়ে যায়৷ বাসটি কালেক্টরেটে সার্কেলের কালভার্টের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরওবি প্রাচীর ভেঙে রেললাইনে পড়ে যায়৷ বাসটি প্রায় ৫০ ফুট উঁচু থেকে পড়ে যায়৷ পুলিশ উদ্ধারকারী দলের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দুইদিকের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়৷