• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ফের ভয়াবহ আগুন ট্রেনে, বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসে আহত কমপক্ষে ২০

ইটাওয়াহ, ১৬ নভেম্বর – মাঝে শুধু কয়েক ঘণ্টার তফাত৷ আবার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে৷ বৃহস্পতিবার ভোররাতে বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের এস- ৬ বগিতে আগুন লাগে৷ এই ঘটনায় কমপক্ষে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷  বুধবারই উত্তরপ্রদেশে নয়াদিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লেগে জখম হন বেশ কিছু যাত্রী৷ সেই ঘটনার ২৪ ঘণ্টা না পার হতেই

ইটাওয়াহ, ১৬ নভেম্বর – মাঝে শুধু কয়েক ঘণ্টার তফাত৷ আবার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে৷ বৃহস্পতিবার ভোররাতে বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের এস- ৬ বগিতে আগুন লাগে৷ এই ঘটনায় কমপক্ষে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷  বুধবারই উত্তরপ্রদেশে নয়াদিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লেগে জখম হন বেশ কিছু যাত্রী৷ সেই ঘটনার ২৪ ঘণ্টা না পার হতেই  আবার একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হল৷

ট্রেনে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে রেলওয়ে সিও উদয় শঙ্কর বলেন, “ট্রেনটি দিল্লি থেকে বিহারের সহরসায় যাচ্ছিল৷ সেইসময় রাত আড়াইটে নাগাদ প্যান্ট্রি কারের কাছে এস-৬ নম্বর কোচে আগুন লাগে৷  কীভাবে মাঝরাতে ট্রেনের মধ্যে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তবে ঘটনার পরই সঙ্গে সঙ্গে কয়েকজন এসে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ উদয় শঙ্কর বলেন, “এই আগুন লেগে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন৷ কেন আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে৷”
১২৫৫৪ নম্বর এক্সপ্রেস ট্রেনটি বিহারের সহরসা যাচ্ছিল৷ নিউ দিল্লি থেকে রওনা হয়ে সেটি উত্তর প্রদেশের ইটাওয়াহ পৌঁছয় রাত ২ টো বেজে ১২ মিনিট নাগাদ৷ সে সময়ই ট্রেনটির S-6 কোচে আগুন ধরে যায়৷

জানা গিয়েছে, ট্রেনটির ওই সংশ্লিষ্ট কামরার কিছু যাত্রী দরজার সামনে দাঁডি়য়ে ধূমপান করছিলেন৷ সেই থেকেই আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান৷  ধীরে ধীরে তা ছডি়য়ে পড়তে শুরু করে৷ ইটাওয়াহর এসপি সঞ্জয় কুমার বলেন , কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, আগুন লেগে ধোঁয়ায় একেবারে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল কোচের ভিতর৷ অনেকেই তার ফলে শ্বাসকষ্টের সমস্যায় পড়েন৷ সূত্রের খবর, শ্বাসকষ্ট হওয়ার কারণে ১১ জনকে পিজিআই-তে রেফার করা হয়৷ বাকি আরও ৮-৯ জন আগুনে দগ্ধ হয়েছেন৷
তবে একইদিনে পরপর দু’বার চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে৷  বুধবার আগুন লেগেছিল নয়াদিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসেও৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সরাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে ট্রেনটি যখন যাচ্ছিল তখনই ট্রেনের স্লিপার কোচে ধোঁয়া দেখতে পান সংশ্লিষ্ট স্টেশনের ম্যানেজার৷ তিনি তখনই ট্রেনের চালক ও কোচের সঙ্গে যোগাযোগ করেন৷
ততক্ষণে ট্রেনের তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে৷ দাউ দাউ করে বগিগুলি জ্বলতে থাকে৷ আতঙ্কে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপও দেন৷ জখম হন বেশ কয়েকজন যাত্রী৷ গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷