• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিষমদ পান করে হরিয়ানায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠল

চণ্ডীগড়, ১১ নভেম্বর – বিষমদ পান করে হরিয়ানায় কমপক্ষে ১৯ জনের  মৃত্যুর অভিযোগ উঠল৷ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে ১ জন কংগ্রেস নেতা এবং অপর জন জনতা পার্টির এক নেতার পুত্র৷ শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে৷ পুলিশ সূত্রে খবর, যমুনা নগরে মান্দেবাডি়, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রাম থেকে

চণ্ডীগড়, ১১ নভেম্বর – বিষমদ পান করে হরিয়ানায় কমপক্ষে ১৯ জনের  মৃত্যুর অভিযোগ উঠল৷ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে ১ জন কংগ্রেস নেতা এবং অপর জন জনতা পার্টির এক নেতার পুত্র৷ শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে৷ পুলিশ সূত্রে খবর, যমুনা নগরে মান্দেবাডি়, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রাম থেকে মৃতু্যর খবর পাওয়া গিয়েছে৷ অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা যায়৷ বিষাক্ত মদ খেয়েই মৃত্যু বলে অভিযোগ ৷

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষ৷ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না স্থানীয়দের একাংশ৷ এক গ্রামবাসীর বক্তব্য, ‘‘আমরা ভীত সন্ত্রস্ত৷ যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে৷’’

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷