• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভয়াবহ বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন যাত্রী 

৫ ডিসেম্বর – ভয়াবহ বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।  তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে , সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে , তার তীব্রতায় যাত্রীবাহী বাসটি উল্টে যায়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে পশ্চিম

৫ ডিসেম্বর – ভয়াবহ বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।  তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে , সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে , তার তীব্রতায় যাত্রীবাহী বাসটি উল্টে যায়।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে পশ্চিম থাইল্যান্ডের প্রচুয়াপ খিরি খান প্রদেশে। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনার নিয়ে বিবৃতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা। জানা গিয়েছে, গাছে ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুই টুকরো হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনেন উদ্ধারকারীরা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে , “হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।” তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।