• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতের ঝুলিতে এশিয়া কাপ এনে দিল মেয়েরাই  

হংকং, ২১ জুন– বিশ্ব আসরে ভারতের মহিলা জুনিয়র দল। ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে বুধবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি পেয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্বেতা শেরওয়াত ও তিতাস সাধুরা জিতলেন ৩১ রানে। উল্লেখ্য, অন্য ম্যাচগুলোতে বৃষ্টি হলেও হংকংয়ের মাঠে এদিন বৃষ্টি হয়নি। খেলা হয়েছে সুষ্ঠুভাবে। ভারতের জয় এনে দিতে দারুণ উদ্যোগ নিয়েছেন দুই স্পিনার মন্নত কাশ্যপ ও

হংকং, ২১ জুন– বিশ্ব আসরে ভারতের মহিলা জুনিয়র দল। ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে বুধবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি পেয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্বেতা শেরওয়াত ও তিতাস সাধুরা জিতলেন ৩১ রানে।

উল্লেখ্য, অন্য ম্যাচগুলোতে বৃষ্টি হলেও হংকংয়ের মাঠে এদিন বৃষ্টি হয়নি। খেলা হয়েছে সুষ্ঠুভাবে। ভারতের জয় এনে দিতে দারুণ উদ্যোগ নিয়েছেন দুই স্পিনার মন্নত কাশ্যপ ও শ্রেয়াঙ্কা পাতিল। দুজনে মিলে মোট সাতটি উইকেট পেয়েছেন।
ফাইনালে টসে জিতে ভারতের মেয়েরা ২০ ওভারে ১২৭ রান করেন। ২৯ বলে ৩৬ রান করেন দীনেশ বৃন্দা। কণিকা আহুজা ৩০ রান করেন।

বাংলাদেশ রান করতে নেমে ৫০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায়। মাত্র ৯৬ রানে তারা অলআউট হয়ে যায়। এদিনের ম্যাচে ভারতের বোলাররা দারুণ ফর্ম দেখিয়েছেন। ভারতীয় স্পিনারদের সামনে বাংলাদেশ তারকারা বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি।

তবে এই জয়ের ব্যাপারে প্রথম থেকে ভাগ্য ভারতের সহায় ছিল। কারণ মাত্র দুটি ম্যাচ খেলেই ভারতের জুনিয়র মহিলা দল খেতাব পেয়ে গেল। তাঁরা প্রথম ম্যাচেই যা হংকংকে নয় উইকেটে হারিয়েছিলেন। তারপর আর কোনও ম্যাচও খেলতে হয়নি। সব ম্যাচই বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। ফাইনাল ম্যাচটাও জিতেছে তারা অনায়াসেই।