কলকাতা,২২ নভেম্বর — মানুষ কতটা নির্মম হলে এরকম জঘন্ন কাজ করতে পারে।সেইরকম আর একটি নিদর্শন মিললো কলকাতার শৌচাগারে।শৌচাগারের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হাত পা ঠান্ডা হয়ে যায় ওই পুরকর্মীর।ভেতরের দৃশ্য দেখে ভয়ে শিউরে ওঠেন। রাস্তার শৌচাগার রোজই পরিষ্কার করতে আসেন সাফাইকর্মী ।তিনি দেখেন রক্তে মাখা মাংসপিণ্ডের মতো কী একটা দলাপাকানো প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ফেলা হয়েছে শৌচাগারে। বাজে দুর্গন্ধ বেরোচ্ছে সেটি থেকে।
আতঙ্কে একটু কাছে গিয়ে প্লাস্টিকের মোড়কটা খুলতেই ব্যাপারটা স্পষ্ট হয় তাঁর কাছে। মোড়কের মধ্যে ছিল দলাপাকানো মানব ভ্রূণ।শরীরের কিছু অংশ স্পষ্ট হয়েছিল।তাই বুঝতে অসুবিধা হয়নি তাঁর।খোদ কলকাতা শহরের এক সুলভ শৌচালয়ে মৃত রক্তাক্ত মানব ভ্রূণ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি।
বাইরে বেরিয়ে এলে লোকজনকে ডাকাডাকি শুরু করেন।তাঁর চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার লোকজন।ব্যাপার দেখে খবর দেওয়া হয় পুলিশে।কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায়।