দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে বেণী পুতুল নাচ দেখিয়ে আসছেন শিল্পী গণেশ ঘোড়ই
কলকাতা,২২ ফেব্রুয়ারি — উন্নত আধুনিক বিনোদনের উপকরণের দাপটে বাংলা থেকে যে সকল লোক সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে বেণী পুতুল নাচ তার মধ্যে অন্যতম। পূর্ব মেদিনীপুর জেলার পদ্মতামলি গ্ৰামে বেণী পুতুল নাচের আলাদা কদর আছে। মূলত মাটি, তালের আঁটি, নারকেল মালা, কাঠ, কাগজ ইত্যাদি দিয়ে পুতুল তৈরি করা হয়। এরপর জামা কাপড় পড়িয়ে নারী পুরুষ