দিল্লি, ৯ জানুয়ারি — সেনায় আর সময়ের ফারাক রইল। সে ২০১৫ এ অবসর নিন বা ২০২২ এ অবসর নিলে দুজনেই একই পেনশন পাওয়ার অধিকারী। দু’জন সেনাকর্মী একই পদে অবসর নিলে সমান পেনশন পাবেন। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। সেনাকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘চলতি বছরের ১৫ মার্চের মধ্যেই মেটাতে হবে ‘এক পদ এক পেনশন’-র বকেয়া টাকা।’ সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ২০১৯-র ১ জুলাই থেকে মিলবে ওয়ান রাঙ্ক ওয়ান পেনশনের সুবিধা। ২০১৯-র ৩০ জুন পর্যন্ত যাঁরা সেনা থেকে অবসর নিয়েছেন, তাঁরা এর আওতাভুক্ত হবেন। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ওয়ান রাঙ্ক ওয়ান পেনশনের এরিয়ার বাবদ ২৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। সরকারের অনুমান সংশোধিত ওয়ান রাঙ্ক ওয়ান পেনশনের জন্য অতিরিক্ত ৮ হাজার ৪৫০ কোটি টাকা ব্যয় হবে। যার মধ্যে ৩১ শতাংশ মহার্ঘ ভাতাও রয়েছে।