মুখ্যমন্ত্রীর অনুমোদনে হবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ

 কলকাতা,৭ সেপ্টেম্বর —  নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ওনাকে না জানিয়ে রাজ্যের কোনো দফতরে নিয়োগ হবে না।মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, অনেক দফতর নিজেদের মতো করে লোক নিয়োগ করে। এরফলে দুটি সমস্যা দেখা দিচ্ছে। সরকারের অজান্তে বেতন খাতে ব্যয় বেড়ে যাচ্ছে।এইভাবে লোক নিয়োগ বন্ধ করতে হবে। সূত্রের খবর তিনি এবার শিক্ষক নিয়োগের দিকে বেশি নজর দিচ্ছেন।শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ৮৯ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য সরকার প্রস্তুত।এই খাতে বেতন বাবদ সরকারের ব্যয়ভার বাড়বেতাই অপ্রয়োজনীয় নিয়োগ বিভিন্ন দফতরে বন্ধ করতে হবে।