সুপ্রিম কোর্টে শূন্যপদে বিচারপতি নিয়োগ

দিল্লি , ১০ ফেব্রুয়ারি — কেন্দ্রীয় সরকার নতুন বিচারপতি নিয়োগ করলেন সুপ্রিম কোর্টে। এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। 

সুপ্রিম কোর্টে দীঘদিন ধরে বিচারপতির একাধিক পদ শুন্য ছিল। তাই এই দুই বিচারপতির নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ ছিল শূন্যপদ পূরণ করার জন্য । দেশের সর্বোচ্চ আদালতে মোট ৩৪ জন বিচারপতি থাকার কথা। দীর্ঘদিন বিচারপতির একাধিক পদ শূন্য ছিল। ফলে বিচারের কাজে বিঘ্ন ঘটছিল। দুই বিচারপতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে সর্বোচ্চ আদালতে বিচারপতির শূন্যপদের অবসান হল।

দ্বিতীয়. এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগে কেন্দ্রীয় সরকার কলেজিয়ামের সুপারিশে দ্রুত ছাড়পত্র দিয়েছে। শুধু এই দুই বিচারপতিই নয়, এমাসেই আরও পাঁচ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। আইনমন্ত্রী কিরেন রিজেজু সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।