• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তিহার জেলেই অনুব্রত ও সুকন্যা ,মেয়ের সঙ্গে দেখা করার দিনক্ষণ জানালেন কেষ্ট

৫ মে — গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। এ নিয়ে আদালতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উদ্দেশে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন কেষ্ট। অনুব্রত বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করা ঠিক হয়নি। এটা কোনও বাহাদুরি নয়। এমনকী তৃণমূলও সুকন্যার গ্রেফতারিকে ‘অমানবিক’ বলে দেখাতে চেয়েছিল।বর্তমানে একই জেলে আছেন তাঁরা। কিন্তু তবুও দেখা হওয়ার উপায় নেই। তবে অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, মেয়ে সুকন্যার

৫ মে — গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। এ নিয়ে আদালতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উদ্দেশে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন কেষ্ট। অনুব্রত বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করা ঠিক হয়নি। এটা কোনও বাহাদুরি নয়। এমনকী তৃণমূলও সুকন্যার গ্রেফতারিকে ‘অমানবিক’ বলে দেখাতে চেয়েছিল।বর্তমানে একই জেলে আছেন তাঁরা। কিন্তু তবুও দেখা হওয়ার উপায় নেই। তবে অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, মেয়ে সুকন্যার সঙ্গে তাঁর দেখা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। তবে সময় বেঁধে দেওয়া হয়েছে তাঁকে।

আদালত চত্বরে অনুব্রতকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মেয়ের সঙ্গে দেখা হয়েছে একবারও? জবাবে অনুব্রত বলেন, ‘মেয়ের সঙ্গে দেখা হবে শনিবার।’

তিহাড় জেলের এক আধিকারিকের অফিসে একটি নির্দিষ্ট সময় সেল থেকে আনা হবে অনুব্রত ও সুকন্যাকে। তারপর মিনিট ১৫ তাঁরা কথা বলবেন। সেই সময়ে জেল কর্তৃপক্ষের তরফে দু’জন আধিকারিক বাবা-মেয়ের সামনে থাকবেন। একান্তে তাঁদের কথা বলার সুযোগ মিলবে না।শনিবার ফের অনেকদিন পর দু’জনের সাক্ষাৎ হবে তিহাড় জেলের অফিসে।