আসানসোল,৬ মার্চ – দোলযাত্রার দিনই দিল্লিযাত্রা হতে পারে অনুব্রত মন্ডলের। সেদিনই বিশেষ আদালতে হাজির করানো হতে পারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। মঙ্গলবার অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষা। তার পর তাঁকে নিয়ে দিল্লি যাবেন আধিকারিকেরা। গরু পাচার মামলায় আপাতত অনুব্রত আসানসোলের সংশোধনাগারে রয়েছেন। তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির চায় ইডি। সংশোধনাগার সূত্রে জানা গেছে , মঙ্গলবার দিল্লি যাত্রার জন্য সকাল ৬টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে কলকাতা রওনা হবে সংশোধনাগার কর্তৃপক্ষ . তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। তাঁদেরই নিরাপত্তায় অনুব্রতকে নিয়ে কলকাতা রওনা দেবে সংশোধনাগার কর্তৃপক্ষ। অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষার জন্য সকাল ১১টা নাগাদ জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পর ইডি আধিকারিকেরা তাঁকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।