কলকাতা, ২০ সেপ্টেম্বর – ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। দক্ষিণ দমদমে মৃত্যু হয় ২৭ নম্বর ওয়ার্ডের স্কুলছাত্রী সংযুক্তা পালের। সংযুক্ত সপ্তম শ্রেণিতে পড়ত। একদিন আগেই প্রবল জ্বর আসে ওই নাবালিকার। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে মৃত্যু হয় তার।