শীঘ্রই বাংলায় বারাণসী-হাওড়া রুটে আরও একটি বন্দেভারত এক্সপ্রেস চালু হতে চলেছে।

কলকাতা:- খুব শীঘ্রই বারাণসী-হাওড়া রুটে আরও একটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। ইতিমধ্যে বেশ কয়েকটি বন্দেভারত সপ্তাহে ছয়দিন যাতায়াত করে। সূত্রের খবর, জানা গিয়েছে, এই মাসে হাওড়া-পাটনা রুটেও ছুটবে আরও একটি বন্দেভারত। এর মধ্যে বারাণসী থেকে গয়া হয়ে হাওড়ার মধ্যে বন্দেভারত চালানোর তোড়জোড় শুরু করে দিল ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, হাওড়া বারাণসী ভায়া গয়া রুটে বন্দেভারত চালাতে ইতিমধ্যে তোড়জোর শুরু করে দিয়েছে রেলওয়ে। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসেই বন্দে ভারত এই রুটে চালু হতে পারে বলে জানা গিয়েছে। তবে গত কয়েকদিন আগে রেলমন্ত্রকে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর সেখানেই বারাণসী-হাওড়া রুটে বন্দেভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বারাণসী-হাওড়া রুটে বন্দেভারত চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে সবুজ সঙ্কেত দিলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। বারাণসী এবং হাওড়ার মধ্যে বন্দেভারত এক্সপ্রেস প্রতি ঘন্টায় ১৫০ কিমি গতিতে ছুটবে। আর সেইদিকেই লক্ষ্য রেলের। সূত্রের খবর, জানা গিয়েছে, এই লাইন এবং প্রযুক্তির দ্রুত উন্নতি করা হচ্ছে। আগামী কয়েকমাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে।