কলকাতা, ২৫ জুলাই – শহরে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গিকে ঘিরে ফের বাড়ছে আতঙ্ক। ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হল কলকাতায়। লেকটাউনের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ বছরের এক মহিলার। তিনি বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাঁর জ্বর ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। গত ২১ জুলাই মৃত্যু হয় ওই মহিলার। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের। ৬৬ বছর বয়সি ওই বৃদ্ধ নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। গত ১৯ জুলাই কলকাতার ফুলবাগানের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ২১ জুলাই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে।
গত শনিবার শহরে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দশ বছরের এক নাবালিকার। কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকার পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় । বৃহস্পতিবার ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশাসন সজাগ হয়। ডেঙ্গি রুখতে পুরপ্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যভবনের কর্তারা। ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট দেওয়ার নির্দেশিকাও প্রকাশ করেছে স্বাস্থ্যভবন।