সিডনি : ১ মার্চ, ২০২৩ — অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হল এক ভারতীয়র। নাম মহম্মদ রহমতুল্লা সৈয়ক আহমেদ। এক সাফাইকর্মীকে ছুরি মারার অভিযোগ তাঁর বিরুদ্ধে এক। পুলিশ ঘটনাস্থলে আসলে রহমতুল্লা তাঁদেরও মারধর করার হুমকি দেন বলে অভিযোগ।
মঙ্গলবার তামিলনাড়ুর বাসিন্দা রহমতুল্লার সঙ্গে এক সাফাইকর্মীর বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, ট্রেনের সাফাইকর্মীকে ভয়ঙ্কর মারধর করে মাটিতে ফেলে দেন রহমতুল্লা। তারপর তাঁকে ছুরি মারেন। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। তখন তাঁদেরও মারধর করার হুমকি দেন রহমতুল্লা। পুলিশ তখন গুলি চালালে বুকে গুলি লাগে। মৃত্যু হয় রহমতুল্লার। যে সাফাইকর্মীর সঙ্গে ২রহমতুল্লার মারপিট হয়েছিল, সেই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ বছর বয়সী ওই যুবক আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।
এদিকে ভারতীয় নাগরিককে গুলি করে মারার ঘটনা নিয়ে সিডনির ভারতীয় দূতাবাস জানায় বিষয়টি বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে। এ নিয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও ভারতীয় দূতাবাস থেকে কথা হবে বলে জানানো হয়। যদিও অস্ট্রেলিয়ার পুলিশ কর্তৃপক্ষ গুলি চালানোর ঘটনায় পুলিশকর্মীদের পক্ষেই দাঁড়িয়েছেন।