কলকাতা , ৩ মে – দুই দিনের সফরে বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ৮ মে বাংলায় আসবেন শাহ। প্রথম দিন তাঁর জনসভা এবং দ্বিতীয় দিন সাংগঠনিক বৈঠকের কর্মসূচি রয়েছে । সেদিন পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী। বাংলায় তখন কবির বন্দনা, রাজনৈতিক সভা-সমাবেশের খুব একটা কর্মসূচি নেই । তাই এখনও পর্যন্ত স্থির আছে , বাংলায় ভাল ফল করার আশায় রবীন্দ্রজয়ন্তী পালনে অংশ নিতে পারেন শাহ। কিন্ত ‘রাজনৈতিক সভা’ করবেন না। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে , শাহের সেই সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরী হয়েছে । কারণ রবীন্দ্রজয়ন্তীর আগের দিন রাজনৈতিক সভা কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে । ফলে আদৌ শাহ পূর্বনির্ধারিত দিনে আসবেন কি না , কিংবা এলেও রাজনৈতিক সভা করবেন কি না, তা নিয়েও নতুন করে সংশয় দেখা দিয়েছে ।
পঁচিশে বৈশাখের দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার কথা শাহের। সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের সংগঠন ‘খোলা হাওয়া’ সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে । সেখানে থাকবেন অমিত শাহ । মাঝের সময়টা রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক হতে পারে। কিন্তু ওই দিন দলের সাংসদ, বিধায়ক বা জেলা স্তরের নেতাদের কলকাতায় আসা মুশকিল। কারণ, রবীন্দ্রজয়ন্তীর দিন নিজের নিজের এলাকায় তাঁদের বিভিন্ন কর্মসূচি থাকে। জনসংযোগের জন্য যেখানে উপস্থিত থাকা সংগঠনের জন্যই গুরুত্বপূর্ণ। ফলে শাহের সফর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।। ত বে এ বিষয়ে এখনও রাজ্য বিজেপির তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।