কাতার, ১০ ডিসেম্বর-– আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ চলাকালীন কাতারের স্টেডিয়ামে মৃত্যু হল এক মার্কিন সাংবাদিকের। আমেরিকার ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল (৪৮) বিশ্বকাপের জন্য কাতারে গিয়েছিলেন। শুক্রবার কাতারের লুসেইল আইকোনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় না কি চিকিৎসাধীন অবস্থায় গ্রান্টের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জল্পনা বাড়িয়েছে গ্রান্টের ভাই এরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট। তাঁর দাবি, মার্কিন সাংবাদিকের মৃত্যুর পিছনে কাতার প্রশাসন দায়ী। এরিক জানিয়েছেন, “আমার নাম এরিক ওয়েল। আমি ওয়াশিংটনের সিয়াটেলের বাসিন্দা। গ্রান্ট ওয়েলের ভাই। আমি সমকারী। আমার জন্যই বিশ্বকাপে আমার দাদা রামধনু শার্ট পরেছিল। ও আমাকে বলেছিল, ওকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমার ভাই সুস্থই ছিল। ফলে ওঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আমি মানতে পারছি না। আমার মনে হয়, ওকে হত্যা করা হয়েছে।” প্রকৃত সত্যা খুঁজে বের করতে সাহায্যের প্রার্থনা করেছেন তিনি।