ওয়াশিংটন, ৩০ নভেম্বর – ভারতীয়দের আমেরিকায় পড়াশুনোর ক্ষেত্রে গত এক বছরের মধ্যে ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ভিসা দিল আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সময় কালের মধ্যে ভারতীয় পড়ুয়াদের আমেরিকায় পড়াশোনা করার জন্য রেকর্ড সংখ্যক ভিসা অনুমোদন করা হয়েছে।
কোভিডের কারণে গত তিন বছর ধরে আমেরিকা-সহ সমস্ত দেশেই পড়তে যাওয়ার প্রবণতা ছিল কম। বিভিন্ন দেশ যেমন বিদেশি পড়ুয়াদের আসার ক্ষেত্রে কড়াকড়ি করে, তেমনি অন্যান্য দেশে পড়তে যাওয়ার অনুমোদন মেলাও কঠিন ছিল। কিছুদিন আগেই মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়, এ বছর বিপুল সংখ্যক পড়ুয়াকে সে দেশে পড়তে আসার অনুমোদন দেওয়া হচ্ছে। এই বছরের শুরু থেকেই সেই প্রবণতা অনেকটা কমেছে। ফলে বিদেশি পড়ুয়াদের জন্য বিশ্ববিদ্যালয়গুলি দ্বার উন্মুক্ত করেছে ।
মার্কিন বিদেশ দপ্তরের প্রকাশ করা বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়েছে, ২০১৭ সালের পর এত বেশি সংখ্যক পড়ুয়াকে ছাত্র ভিসা দেওয়া হয়নি। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩-এর সেপ্টেম্বরের মধ্যে এই পড়ুয়াদের জন্য উদার হয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি।