ওয়াশিংটন, ৩০ নভেম্বর – ভারতীয়দের আমেরিকায় পড়াশুনোর ক্ষেত্রে গত এক বছরের মধ্যে ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ভিসা দিল আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সময় কালের মধ্যে ভারতীয় পড়ুয়াদের আমেরিকায় পড়াশোনা করার জন্য রেকর্ড সংখ্যক ভিসা অনুমোদন করা হয়েছে।