মাঝরাতে আততায়ীদের গুলিতে মৃত আমাজনের ম্যানেজার

প্রতীকী চিত্র

দিল্লি, ৩০ আগস্ট– মধ্যরাতে মাঝরাতে আততায়ীদের গুলিতে মৃত্যু হল আমাজনের এক ম্যানেজার। ঘটনাটি নয়াদিল্লির ভজনপুরা অঞ্চলে। তিনি বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ই হামলা চালায় ঘাতকেরা।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভজনপুরায় সুভাষ বিহারের কাছে বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন হরপ্রীত গিল নামের ওই ব্যক্তি। সেই সময়ই সেখানে হাজির হয় পাঁচ আততায়ী। তারা গুলি চালালে একটি গুলি হরপ্রীতের মাথায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েন তিনি। তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে এলএনজেপি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি অবশ্য আমাজনে কর্মরত ছিলেন না। ‘হাংরি বার্ড’ নামের একটি মোমোর দোকান চালাতেন।

পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, কেন এই হামলা চালানো হল তা জানার চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করতে চাইছেন তদন্তকারীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই আটক করেনি পুলিশ।