রাধা-কৃষ্ণের  ঘনিষ্ঠ  ছবি দেখেই  আমাজন  বয়কট, থানায় অভিযোগ 

amazon

হিন্দু দেব-দেবীর ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ ছবি বিক্রির জন্য আমাজন বয়কটের ডাক তুললেন নেটিজেনরা। হিন্দু জনজাগৃতি সমিতির তরফে আমাজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাধা-কৃষ্ণের একটি দেওয়াল সাজানোর পেইন্টিং বা ছবি আমাজনে তা বিক্রির জন্য রাখা হয়েছে। ছবিটিতে রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা ফুটে উঠেছে। জঙ্গলের মাঝে এই ঐশ্বরিক যুগল বসে আছেন ঘনিষ্ঠ ভঙ্গিমায়। ব্যাস এমন ছবি দেখা মাত্র অনেকেই রে রে করে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে ‘বয়কট আমাজন’।

শুধু বয়কটের থেমে থাকেনি সংস্থাটি, বেঙ্গালুরুর একটি থানায় হিন্দু জনজাগৃতি সমিতি আমাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বেঙ্গালুরুর এক বিক্রেতার মাধ্যমেই আমাজনে ছবিটি বিক্রি করা হচ্ছিল। আমাজন ছাড়াও ওই ছবি ‘এক্সটিক ইন্ডিয়া’ নামের একটি ওয়েবসাইটে ‘জন্মাষ্টমী সেল’-এ বিক্রি করা হচ্ছিল।


সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কারণে আমাজন ছবিটি সাইট থেকে তুলে নিয়েছে বলে খবর। ছবিটি সরে গিয়েছে ‘এক্সটিক ইন্ডিয়া’ থেকেও। তারা ছবিটির জন্য ক্ষমাও চেয়েছে।

তবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিকে সাপোর্টও করেছেন। বলা হচ্ছে, এটি ১৭৮০ সালে ‘গীত গোবিন্দম’-এর সময়কার ছবি। সেসময় এমন আরও অনেক ছবিই ছিল।