সংবিধান স্বীকৃতি দিলেও টেটের ফর্মে লিঙ্গ পরিচয়ের জায়গা নেই, হাইকোর্টের দ্বারস্থ রূপান্তরকামীরা

কলকাতা ,৪ জানুয়ারী — রূপান্তরকামীদের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে, তারপরও তাদের নিয়ে এত ভেদাভেদ কেন ?  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারছেন না তাঁরা, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক রূপান্তরকামী । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা দায়ের হয়।

এক রূপান্তরকামী পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ, সাংবিধানিক অধিকার থাকলেও তাঁরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। টেট পরীক্ষার আবেদনপত্রে তাঁদের লিঙ্গ পরিচয়ের জন্য কোনও বিশেষ স্থান নেই। তাঁর আরও অভিযোগ, প্রাথমিকে রূপান্তরকামীদের জন্য কোনও আসন সংরক্ষিত নেই।

মামলাকারীর বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের ফর্মে রূপান্তরকামীদের জন্য আলাদা অপশন দেওয়া হোক। টেট পরীক্ষার জন্য যে ফর্ম রয়েছে, তাতে পুরুষ ও মহিলা বিভাগ থাকলেও তাঁদের জন্য আলাদা কোনও বিভাগের উল্লেখ নেই। সেক্ষেত্রে তাঁদের ফর্ম ফিলআপ করতে অসুবিধা হয়। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।