চেন্নাই, ২৩ ডিসেম্বর – বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই ট্রেন। রেলকর্মীদের তৎপরতায় রক্ষা পেল ৮০০-র বেশি প্রাণ। রেলকর্মীদের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেলেন ট্রেন যাত্রীরা। রেলকর্মীদের প্রশংসা করে ভিডিও শেয়ার করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তামিলনাড়ুতে মেঘভাঙা বৃষ্টিতে ডুবে যায় রেল লাইন। সেই সময় ট্রেনটিকে থামিয়ে দেন রেলকর্মীরা। ট্রেনটিকে আর এগোতে না দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। রেলকর্মীদের এই সিদ্ধান্তের জেরে বেঁচে যান যাত্রীরা।