বাধা দিলে তীব্র উত্তেজনা তৈরি হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনজনে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়।
এই ভোটে শাসকদলের ঘনিষ্ঠ সংগঠনের বিরুদ্ধে প্যানেল দিয়েছে চিকিৎসকদের ছ’টি সংগঠনের যৌথ মঞ্চ। বিরোধী শিবিরের বক্তব্য, একজন চিকিৎসকের বাড়িতে একটি ব্যালট যাওয়ার কথা। নিয়ম হল, সেই ব্যালট তিনি নিজে এসে বাক্সে ফেলবেন অথবা স্পিড পোস্টে পাঠাবেন। কিন্তু কী করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এত ব্যালট পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
শাসকদলের চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে অবশ্য গোটা বিষয়টি রিটার্নিং অফিসারের ঘাড়ে চাপানো হয়েছে। চিকিৎসক কৌশিক বিশ্বাস বলেন, ভোটে কোনও অভিযোগ উঠলে তা দেখার কথা রিটার্নিং অফিসারের। এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না।