• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিবাহিত, অবিবাহিত সব মহিলারই গর্ভপাতের অধিকার সমান: সুপ্রিম কোর্ট

দিল্লি ,২৯ সেপ্টেম্বর — গর্ভপাতের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক। গর্ভপাতের অধিকার সব মহিলার জন্যই সমান। গর্ভপাত এমনই রায় দিল সুপ্রিম কোর্ট । শুধু তাই নয়, এদিনের রায়ে বৈবাহিক ধর্ষনকেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। যদিও তা পুরোপুরি গর্ভপাতের দৃষ্টিভঙ্গি থেকে। আদালত এদিন জানিয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের হিসেবে ধর্ষণের সংজ্ঞায় বৈবাহিক ধর্ষণকেও যুক্ত

দিল্লি ,২৯ সেপ্টেম্বর — গর্ভপাতের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক। গর্ভপাতের অধিকার সব মহিলার জন্যই সমান। গর্ভপাত এমনই রায় দিল সুপ্রিম কোর্ট । শুধু তাই নয়, এদিনের রায়ে বৈবাহিক ধর্ষনকেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। যদিও তা পুরোপুরি গর্ভপাতের দৃষ্টিভঙ্গি থেকে। আদালত এদিন জানিয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের হিসেবে ধর্ষণের সংজ্ঞায় বৈবাহিক ধর্ষণকেও যুক্ত করা উচিত। আদালত আরও জানিয়েছে, কোনও মহিলা বিবাহিত কিনা, সেই তথ্যের উপর তাঁর গর্ভপাতের অধিকার নির্ভর করে না। বিবাহিত মহিলাদের মতো অবিবাহিত মহিলাদেরও গর্ভাবস্থার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করার অধিকার থাকা উচিত। অবাঞ্ছিত গর্ভাবস্থা থেকে মুক্তি পেতে চাওয়ার অধিকার থেকে কোনও অবিবাহিত মহিলাকে বঞ্চিত করা তাঁর মৌলিক অধিকার হরণের সমতুল্য বলে এদিনের রায়ে জানিয়েছে আদালত।