• facebook
  • twitter
Wednesday, 25 September, 2024

তীব্র গরমে কবে থেকে মিলবে স্বস্তি ?দাবদাহের মাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর

কলকাতা,১৮ এপ্রিল — বিগত কিছুদিন ধরেই কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। কয়েকদিনের গরমে নাজেরহাল কলকাতাসহ গোটা রাজ্যবাসী। প্রচন্ড তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।  এই পরিস্থিতিতে অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে আগামী ২২ এপ্রিল, অর্থাৎ শনিবার থেকে রাজ্যে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত, ২১ এপ্রিল, অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তাপমাত্রা ৪০

কলকাতা,১৮ এপ্রিল — বিগত কিছুদিন ধরেই কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। কয়েকদিনের গরমে নাজেরহাল কলকাতাসহ গোটা রাজ্যবাসী। প্রচন্ড তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।  এই পরিস্থিতিতে অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে আগামী ২২ এপ্রিল, অর্থাৎ শনিবার থেকে রাজ্যে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত, ২১ এপ্রিল, অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আরও তিন-চারদিন দহনজ্বালা সহ্য করতে হবে বঙ্গবাসীকে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।  এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি জুগিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।