ওয়াশিংটন, ১৬ ফেব্রুয়ারি– ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে একযুগ শেষ হয়েছিল জঙ্গি সংগঠন আল কায়দার। অনেকেই ভেবেছিল এবার বোধহয় নেতার অভাবে ছন্নছাড়া হবে আল কায়দা। কিন্তু আমেরিকার সাম্প্রতিক একটি গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিয়েছে। তারা জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সায়েফ আল-আদেল সংগঠন পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
গত জুলাইয়ে আফগানিস্তানে ড্রোন হানায় জাওয়াহিরির মৃত্যুর পর থেকেই আল কায়দার পরবর্তী নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আমেরিকার গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অফ ইন্টারেস্ট’ (যাঁদের উপর তারা নজর রাখে) সংক্রান্ত রিপোর্ট জানাচ্ছে, জাওয়াহিরির মতোই জন্মসূত্রে মিশরীয় আদেল আল কায়দার নয়া প্রধান হয়েছেন।
নব্বইয়ের দশকের শেষ পর্বে আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল চক্রী ছিলেন আদেল। ওই জোড়া হামলার ঘটনায় ২২০ জন নিহত হয়েছিলেন। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ২০০১ সালে নিউ ইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিলেন তিনি। আদেলের যুক্তি ছিল— আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালালে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের ডেরা আল কায়দার হাতছাড়া হবে। পরবর্তী ঘটনাপ্রবাহ বলে দেয়, ইতিহাসের গত চিহ্নিত করার ক্ষেত্রে সে দিন নির্ভুল ছিলেন আদেল।